সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

বৈশাখী খেলাঘর আসরের উদ্যোগে এস.এস.সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

 

পূর্ব মাদারবাড়ীস্থ জাতীয় শিশু কিশোর সংগঠন বৈশাখী খেলাঘর আসরের উদ্যোগে মাদারবাড়ী এলাকায় এস.এস.সি পরিক্ষা ২০২৩ইং এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। যুগ্ম সম্পাদক মঞ্জুর আলমের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ ওয়ার্ড যুবলীগের সভাপতি আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিন সারওয়ার, দৈনিক আজাদীর সিনিয়র স্পোর্টস রিপোর্টার নজরুল ইসলাম, খেলাঘর মহানগরের সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ প্রতিম নাহা। এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ ফারুক নোবেল, শাহরিয়ার হাসান, আবেদা বেগম মিরা, হুমায়ুন রশিদ রাসেল, সাজ্জাদ হোসেন মুন্না, আজিজুল হাকিম ইমরান, হোসেন আলী মুন্না, সুজন দাশ, জুবায়ের খান জুরাত প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক গঠনমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভে সচেষ্ঠ থাকার আহবান জানান। অনুষ্ঠানে আগত প্রায় ৫০জন কৃতি শিক্ষার্থীকে বৈশাখী খেলাঘর আসরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন