সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ভারত ‘ভয়ঙ্কর’ দল হতে যাচ্ছে: শোয়েব আখতার

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার তার পর বলেছিলেন— বাংলাদেশের কাছে ভারতের হারে শান্তি পাচ্ছেন পাকিস্তানিরা। দুদিন পর শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করলেন তিনি।

রোববার কলম্বোতে শ্রীলংকাকে ৫০ রানে অলআউট করার পর ১০ উইকেটে জিতে যায় ভারত। আন্ডারডগ হিসেবে এশিয়া কাপ শুরুর পর বদলে যাওয়া ভারত বিশ্বকাপে ভয়ঙ্কর দল হতে যাচ্ছে বললেন শোয়েব।

ভারতের জয়ের ধরন এতটা তীব্র হবে ভাবতে পারেননি শোয়েব, ‘আমি কল্পনাও করিনি যে ভারত এভাবে শ্রীলংকাকে হারাবে। ভারত বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল হতে যাচ্ছে। কিন্তু আমি কাউকে বাদ দিচ্ছি না। কারণ উপমহাদেশের সব দল অদম্য।’

রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘রোহিত শর্মার অধিনায়কত্বের উন্নতি হয়েছে। সে ও টিম ম্যানেজমেন্ট দারুণ সিদ্ধান্ত নিচ্ছে।

গত দেড় থেকে দুই বছর, তারা যেন ঘুমিয়ে ছিল। কিন্তু এখন সে দারুণ ম্যানেজমেন্ট করছে। সঠিক সময়ে সে কুলদীপ যাদবকে পেয়েছে।

আরও পড়ুন