সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

অখণ্ড ভেদাভেদ @ শাহ সাবরিনা মোয়াজ্জেম

অখণ্ড ভেদাভেদ
@ শাহ সাবরিনা মোয়াজ্জেম
অজস্র বসন্তের সমাহারে
কোন বসন্ত লুকাতে চায়
বিমূর্ত বির্মষ দেহাতি নারী!
ধ্রুপদী স্বপ্নের নিরর্থক জলজ —জলকেলি!
অসুস্থ সিলিং ফ্যানের ঢংঢং শব্দ
ক্রমশ দীর্ঘায়ীত
— জীবন ভেদি আঁধারে।
বুভুক্ষু বিভাজনে
আর ফাঙ্গাসের গরিমায়
গড়ে বিলাসিতার —জোড়াসাঁকো!
নিষিদ্ধ প্রেমের আহাজারিতে
শব্দফলা গুমোট বাতাবরণে —গুমরে উঠে
নারী রঁসুইঘরের —ক্যাম্পাসে!
করতলে জমে
কতোশতো নিংড়ানো জল!
অতপর ফোঁফানো শব্দের —বিপণন!
জীবন কল্মাষপাদ — চলমান ঘেঁষে
বিলীন চাই বিলুপ্ত ভেদাভেদের!
নিঠুর কয়েদি জীবন বেল্লাপনার শিকার!
তবুও আঁতুরে ঠাঁই
কিংবা
মোসাহেবি প্রতিষ্ঠা!
বন্ধাত্ববিহীন নিস্ফলা মাঠের
ধামা পাকানো কলাবউ—গোবরে গৃহস্থালী
নয়তো এঁটোবিহীন ছাড়াছাড়ি!
কোথায় দাঁড়াবে নারী?
ধর্ষিতার যেখানে স্থান নেই
ধর্ষিতার লুন্ঠিত থান যেখানে এভিডেন্স
হেই হারায়—
সেখানে
কেঁচোর রক্তপাত
ভীষণ দামী!
উড়ছে — বায়বীয় নিশাণ
উড়ছে — মনুষ্য শকুন
উড়ছে— ছেড়া লুন্ঠিত আয়াজন
জাবর কাটছে—কুসুম লুন্ঠিত থান!
যেনো—
একেকটা উড়া একেক রকম!

আরও পড়ুন