সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

আইনজীবীদের সত্য সুশাসনের পক্ষে থেকে একাত্তরের চেতনায় মাঠে থাকতে হবে- আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, সংবিধান ও মানবাধিকার সুরক্ষায় এদেশে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের সুনির্দিষ্ট আসামীদের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তা কার্যকর হয়েছে। এক্ষেত্রে কোনভাবেই আইনী প্রক্রিয়াকে বাধা দেওয়া হয়নি। সংবিধানবদ্ধ আইনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং আগামী নির্বাচনও সকল দলের অংশদারিত্বমূলকভাবে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশপ্রেমিক আইনজীবীদের একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। কারণ তারাই যেকোন দলে বিভক্ত হউক না কেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক ও অভিন্ন থাকবেন। আজ মঙ্গলবার বিকেলে সিএমএম আদালত ভবনের সম্মেলন কক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটিতে চার আইনজীবী পদ পদবী পাওয়ায় তাদেরকে চট্টগ্রাম জেলা পিপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আইনজীবীরা সত্য ও ন্যায় বিচারের প্রতীক। এক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গগত কারণে কিছু বিরোধীতা থাকতে পারে তবে তা যেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ চেতনা বিনাশী না হয়। আমি আশা করি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত আইনজীবীরা দলীয় আদর্শ বাস্তবায়নে নিবেদিত হবে। আইনজীবীদের সত্য সুশাসনের পক্ষে থেকে একাত্তরের চেতনায় মাঠে থাকতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জামাত একটি কুলাংগার অপশক্তি। তারা স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই বুঝে না বলে আমেরিকার মাধ্যমে ক্ষমতা ভিক্ষা চায়। এই ভিক্ষুক একটি দলকে কখনো জনগণ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত করতে চায় না। আইনী বিচার প্রক্রিয়ায় যারা যুদ্ধাপরাধী ছিলেন দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সকল পরিবার প্রত্যক্ষভাবে হানাদার বাহিনীকে সহযোগীতা করেছেন সেই পরিবারের কুসন্তান মাঠ গরম করার অপরাজনীতিতে নেমে এসেছে। এদের কুকৃতির তথ্য অনুন্ধান করার জন্য তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতিত্বে ও এড. আজাহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ জহির উদ্দীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশিদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. কামরুন নাহার, এড. মোঃ হাসেম, এড. মনতোষ বড়–য়া, এড. অশোক কুমার দাশ, এড. তপন কুমার দাশ, এড. মোঃ ইমরান প্রমুখ।

আরও পড়ুন