সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

চট্টগ্রাম বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ,জেলা বিএনপির সদস্য সচিব সহ আহত-১৫

চট্টগ্রাম মহানগরী বিএনপির রোডমার্চের প্রস্তুতি সভায় বিএনপি দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক সহ ১৫ আহত হয়েছেন জানা গেছে।বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালি থানার নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।


জানাগেছে , প্রস্ততি সভা শুরুর আগে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক খান ও সাবেক এমপি শাহাজাহান জুয়েল ঢুকার সময় দলীয় কার্যলয়ে আগে থেকে থাকা জেলার সিনিয়র যুগ্মআহবায়ক এনামুল হক এনাম গ্রুপের নেতা কর্মীরা হামলা করে। এ সময় দুই গ্রুপে ইট পাটকেল ,ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় নেতা কর্মীরা এদিক সে দিক ছুটা ছুটি করতে থাকে।এ সময় আহত হয় হন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আহতরা হলেন মোস্তাক আহমেদ খান, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মিঠু, দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, হাটহাজারী ছাত্রদলের আহবায়ক তকি সহ ১০/১৫ জন আহত হন।
মোস্তাক আহম্মদ খান জেলা বিএনপির সদস্য সচিব থাকলেও কিছুদিন থেকে দলের কর্মকান্ডে অনুপস্থিত।গত কিছুদিন আগে তিনি দলের কর্মকান্ডে অনুপস্থিত ও বহিস্কৃত নেতাদের নিয়ে একটি বৈঠক করে। এ নিয়ে মূলধারার নেতারা কৃপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানাগেছে।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামী ৩ অক্টোবর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ কর্মসূচী সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহ চট্টগ্রাম বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন