সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

‘এটা তাদের জমিদারি’, তাপসের বক্তব্য প্রসঙ্গে ফখরুল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চরিত্র, কথাবার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আপনাকে নাকি ঢাকায় ঢুকতে দেওয়া হবে না মেয়র তাপসের এমন বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, তাদের মানসিকতাটা কোথায় তা কথার মধ্যেই পাবেন। আমি বারবার একটা কথা বলি, তাদের চরিত্র, তাদের কথাবার্তা বলা সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। একটা জমিদারি ব্যাপার থাকে। কাকে ঢুকতে দেবে, কাকে ঢুকতে দেবে না; এ ধরনের কথা তারা বলে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা এগুলো খুব গুরুত্ব দেই না। কারণ এগুলো আমরা বহু ফেস করেছি তো ইতোমধ্যে, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কী বলল আর বলল না, এটাতে দেশের জনগণের কিছু যায়-আসে না। জনগণের এখন লক্ষ্য একটাই, তারা বাংলাদেশে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন চায়।
‘এটা তাদের জমিদারি’, তাপসের বক্তব্য প্রসঙ্গে ফখরুল
মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না : মেয়র তাপস

গতকাল বুধবার রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবের বক্তৃতায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আর তো মুখ নাই, লজ্জায় এখন ঢাকা ছাইড়া গেছে ঠাকুরগাঁওয়ে। আমরা ঢাকায় ঢুকতে দেব না। রাজধানী বন্ধ রাখব আমরা ইনশাআল্লাহ।

ডিএসসিসি মেয়র আরও বলেন, যেখানেই যান, বাঙালিরা আপনাদের প্রত্যাখ্যান করেছে, আপনারা প্রত্যাখ্যাতই থাকবেন।

আরও পড়ুন