চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ । এ রোগ যেন গুজবে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সচেতন হলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব হবে। এজন্য যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করে তুলতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুর বিস্তার রোধ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা আজ বৃহস্পতিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, কাজ শেষে পানি যেন এক দিনের বেশি জমিয়ে না রাখা হয়।প্রতিদিনের পানি প্রতিদিন পরিষ্কার করলে এডিস মশার লার্ভা বংশবিস্তার করতে পারে না। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। এছাড়া ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে না। আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। দেশ ও দেশের মানুষের সকল দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাশে থাকে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার তিনি (শেখ হাসিনা) কমিউনিটি ক্লিনিকের কাজ সম্পন্ন করার মধ্যদিয়ে বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। গ্রামের মানুষ এখন নিজগ্রামে চিকিৎসা নিতে পারছেন। কমিউনিটি ক্লিনিকের জন্য আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত এবং সম্মানিত করা হয়েছে। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু হাসপাতালের চিকিৎসকরা ডেঙ্গু মোকাবেলা করতে পারবে না । ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। মানুষকে সচেতন করে শহর গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করতে হবে। তাহলে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব হবে। স্বপ্নযাত্রার সভাপতি সাজমীন কনিকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, এইচ এম আলী আবরাহা দুলাল, আমজাদ হোসেন হাজারী, মোহাম্মদ কামাল উদ্দিন. মিসেস জাহানারা সাবের, মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী, শহীদুল ইসলাম পিন্টু।