সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের চারটি উপগ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭ টায় সংঘর্ষ শুরু হয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসির একাংশ ও যুগ্ম সম্পাদক মো. ইলিয়াসের অনুসারী বিজয়। এতে সভাপতি রেজাউল হক রুবেলসহ বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে শাহ জালাল হলের সামনে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে জড়ায় সহ-সভাপতি সাদাফ খানের অনুসারী সিএফসির একাংশ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুইটি পক্ষ নিজ নিজ হলে অবস্থান করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে চার ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। এতে ছয় ছাত্রলীগ কর্মী আহত হন।

 

আরও পড়ুন