অন্যদিকে শাহ জালাল হলের সামনে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে জড়ায় সহ-সভাপতি সাদাফ খানের অনুসারী সিএফসির একাংশ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুইটি পক্ষ নিজ নিজ হলে অবস্থান করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে চার ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। এতে ছয় ছাত্রলীগ কর্মী আহত হন।