টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারাল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার উইল ইয়াং।
সিরিজের প্রথম ওয়ানডেতে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করা এই ওপেনার এদিন ফেরেন শূন্য রানে। তার বিদায়ে ২.৩ ওভারে ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
গত বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।
এরপর বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি উভয় দল।