আসন্ন পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) আগমন উপলক্ষে গত ২০-২২ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত ৩ দিন ব্যাপী গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ইউএই কেন্দ্রীয় পরিষদের সার্বিক তত্ত্বাবধানে গাউসিয়া কমিটি আজমান শাখা, রাজধানী আবুধাবী শাখা দুবাই আল আবির শাখা বৃহত্তর মোছাফ্ফাহ শাখা সহ বিভিন্ন প্রদেশিক শাখার উদ্যোগে আজিমুশান ঈদ এ মিলাদুন্নবী (দ.) ও সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মজিআ)। প্রধান বক্তা ছিলেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ)। বিশেষ বক্তা ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ্ (মজিআ)। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শফিক সিআইপি, সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফরিদুল আলম, সহ-সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক হাজী ইয়াকুব, অর্থ সম্পাদক তৌহিদুল করিম, ধর্মীয় সম্পাদক মাওলানা ফজলুল কবির চৌধুরী, সদস্য হাফেজ মুহাম্মদ শফিউল আলম মানিক, মুহাম্মদ আলী জামান, গাউসিয়া কমিটি আজমান শাখার উপদেষ্টা মাওলানা নুরুল আমিন, সভাপতি মোঃ নাছের, সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, যুগ্ম সম্পাদক মাওলানা ইখতিয়ার হোসেন, সারজাহ শাখা সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, আল দাইদ শাখার সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, রাজধানী আবুধাবী শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজিম উদ্দিন, সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পারভেজ, সহ-সাধারণ সম্পাদক ফজল করিম, হাজী শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসকান্দর মির্জা, দুবাই আল আবির শাখার আহ্বায়ক কাজী ওমর গণি, সদস্য সচিব নুরুল আমিন চৌধুরী সবুজ, ঈদ এ মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আহ্বায়ক শফিউল আজম চৌধুরী, দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার সভাপতি মুহাম্মদ ফারুক বাহাাদুর, সাধারণ সম্পাদক কাজী শওকত হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন, বৃহত্তর মোছাফ্ফাহ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক আবু জাহেদ, দুবাই রাশেদিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আলাইন শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। শেষে মুসলিম উম্মাহর সুখ শান্তি কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।