বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

ডা. জিনাত মেরাজ ক্যান্সারে নিহত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডার্মাটোলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক, চর্মরোগ ও লেজার থেরাপি বিশেষজ্ঞ ডা. জিনাত মেরাজ স্বপ্না আর নেই।

দীর্ঘদিন স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না ছিলেন অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির আজীবন সদস্য। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।ডা. জিনাত মেরাজ স্বপ্নার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

আরও পড়ুন