শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

দুজনের দেখা হয়নি কখনো @ তিতাস

দুজনের দেখা হয়নি কখনো
@ তিতাস

দুজনের দেখা হয়নি কোনদিনও
অথচ ওরা রোজ ঘন্টার পর ঘন্টা একসাথে বসে কথা বলে,
একে অপরের চোখে তাকিয়ে ভালোবাসার ভাষা পড়ে।
একসাথে লং ড্রাইভে যাওয়া হয়নি পাশে বসে
অথচ সমুদ্র সৈকতে,পাহাড়ের কোল ঘেঁষে বা কখনো শহরের ওলিগলি একসাথে হাত ধরে হেঁটে চলে।
না দুজনের দেখা হয়নি কখনো
একসাথে ফুচকার স্বাদ নেয়নি একদিনও
অথচ ওরা একসাথে বৃষ্টি ভেজে
তৃষ্ণা মেটায় একই পেয়ালায় এক চুমুকে
কখনোবা আঙ্গুল ছুঁয়ে চুলে বিলি কাটে
খুব সোহাগে কোলের মধ্যে মাথা রাখে।
ওদের দেখা হয়নি মুখোমুখি
অথচ একে অপরের স্পর্শ চেনে
ভীষণ রকম গন্ধ চেনে
একই চাদরে শরীর ঢাকে
জাপটে ধরে জড়িয়ে থাকে।
ওরা রোজ নগ্ন হয়
সাপের মতো ওদের শঙ্খ লাগে
তীব্র শিৎকারে ঘর মুখরিত হয় সূর্যাস্তের মত লাল আভা ছড়িয়ে পড়ে
এরপর একসময় তৃপ্ত হয়ে ঘুমায় ওরা একে অপরের বুকে
অথচ ওরা কেউ কাউকে দেখে নি কখনো ।
দুজনের দেখা হয়নি কোনোদিনও ।।

আরও পড়ুন