নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রামস্থ আমেনা-বশর বয়স্ক পুর্নবাসন কেন্দ্রের উদ্যোগে শুক্রবার মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। কয়েকজন মানবিক যুবকের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার সাথে দেশ ও প্রবাসের আর্থিক সহযোগিতায় অর্ধাশতাধিক সুবিধা বঞ্চিত বয়স্কদের ভোজ সভার এই আয়োজন করা হয়। এসময় প্রধান উদ্দ্যোক্তা- বিজয় বড়– য়া বলেন, এইভাবে মানবিক সমাজের সহযোগিতার হাত প্রসারিত থাকলে ভবিষ্যতেও আরো মানবিক উদ্যোগ গ্রহনে যুব সমাজ
উৎসাহিত হবে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রিয়জন বড়ুয়া, বিজয় বড়– য়া, হিরো বড়– য়া, শতাব্দী বড়ুয়া, পাপড়ি মুৎসুদ্দি, উদ্যোগকে সফল করতে যারা অবদান রেখেছেন অমিত বড়ুয়া, টুম্পা বড়ুয়া, লিংকন বড়ুয়া, মুক্তা বড়ুয়া, হৃদয় বড়ুয়া, মোঃ মাইনুল, মন্টি পাল, রিমা দাশ, শান্তা দাশ,
নুসরাত আক্তার, মনোয়ারা আক্তার, নাহারা আক্তার, শ্রাবণী বড়ুয়া, ইন্তু বড়ুয়া, রাজা বড়ুয়া, চন্দন দে, বিপ্লবী বড়ুয়া ও জান্নাতুল আক্তার সহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে।