বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামে জমকালো আয়োজনে “আজকের দর্পণ”পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১০ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

সোমবার (২৫শে সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত হোটেল সৈকতে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আজকের দর্পণ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রাহুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো চীফ ও রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এস এম পিন্টু , দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বাংলাদেশ আপডেটের ব্যুরো প্রধান ও রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার এম আর আমিন, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রিপন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামসহ দেশের চলমান উন্নয়নে আগামীতেও আজকের দর্পণ পত্রিকার বলিষ্ঠ লেখনির মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। একই সঙ্গে চট্টগ্রামের অর্থনীতি, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্যের সবকিছু নিয়ে আজকে দর্পণ পত্রিকা যেন সত্যের মিছিলে থেকে চলতে থাকে সেই প্রত্যাশা করছি। এ সময় বক্তারা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসাবে আজকের দর্পণ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

বক্তারা আরও বলেন, অনেক পত্রিকার ভিড়ে সহজেই পাঠকরা আজকের দর্পণ পত্রিকাকে খুঁজে পায়। তার কারণ হলো, আজকের দর্পণ পত্রিকার স্বকীয়তা। সংবাদপত্রের বর্তমান কঠিন প্রেক্ষাপটেও অনেকটা শক্ত অবস্থান ধরে রেখে আজকের দর্পণ পত্রিকা বহু দূরের পথ অতিক্রম করছে। এটি সত্যি প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন আজকের দর্পণ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মনীষা আচার্য্য, আনোয়ারা প্রতিনিধি আমজাদ হোসেন, সাতকানিয়া প্রতিনিধি জাহেদুল ইসলাম, মোহাম্মদ জামালসহ চট্টগ্রামের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ছবির ক্যাপশন: আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

আরও পড়ুন