পরচর্চা
………..মিরা মাহমুদ
মানুষের পিছনে(সমালোচনা) লাগার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে ।
ভাবছেন এই কথাটার মানে কি
হ্যাঁ আমি তাদের কথা বলছি …
আপনি ভালো আছেন শুনলে যাদের গা জ্বলে ।
আপনার ভালো থাকা যাদের কাছে চক্ষুশূল ।
পরনিন্দা যাদের নিত্যদিনের চর্চা ……!
এরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে ।
অন্যের কাছে মিথ্যা বানোয়াট মুখরোচক ভিত্তিহীন মন্তব্য বা বদনাম করে আপনাকে কিভাবে হেয় পতিপন্ন বা ছোট করা যায় এই ভেবে ।
এসব বিষাক্ত মানসিকতার মানুষ যারা অন্যের সমালোচনা করে নিজের আনন্দ খোঁজে ।
এরা হয়তো ভুলে যায় সমালোচনা করতে যোগ্যতা লাগেনা কিন্ত সমালোচিত হতে যোগ্যতা লাগে ।
কবিগুরু থেকে হুমায়ুন আহমেদ এরা কেউই সমালোচনার বাইরে নয় ।
তাইতো কবি বলেছেন..
সবাই আমায় ছাড়তে পারে কিন্ত
সমালোচা আমার থাকবে পিছু পিছু …
দীপ্যমান সূর্যের আলোর গতিকে রোধ করবার ক্ষমতা কি সমালোচকদের আছে ?
সমালোচিত মানুষরাই সমাজে সবসময়ই প্রতিষ্ঠিত এটাই প্রমাণিত …
শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে এই ধরনের সমালোচনাকারীদের জন্য আমার করুণা হয়।
অন্যের ভালথাকায় যাদের আতেঁ ঘা লাগে তাদেরকে বলছি
কারো সমালোচনা করা আপনাকে সাময়িক সুবিধা বা শান্তি দিবে হয়তো
কিন্ত আপানার ব্যাক্তিত্বকে চিরতরে ধ্বংস করে দিবে ।
সমালোচকদের সমালোচনা আজীবন অব্যাহত থাকবে এটা যেমন ধ্রুব সত্য
তেমন সমালোচিতরা পৌছে যাবে তার অভিষ্ঠ লক্ষ্যে এটাও কংক্রিট ।
নিজের না পারা অক্ষমতা থেকে অন্যের সমালোচা না করে
মেরুদন্ড শক্ত করে দ্বারাতে শিখুন নিজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে…