সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬০তম বোর্ড সভায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি ১৯৮২ সালে ৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে ব্যাচেলর অব ইনফরমেশন টেকনোলজির ডিগ্রি অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পরিচালক, অডিট কমিটি, দাবি কমিটি, রিয়েল এস্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন।

তিনি পিএইচপি স্পিনিং মিলস লিমিটেড, পিএইচপি ইস্পাত, পিএইচপি কটন স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পিএইচপি করপোরেশন লিমিটেড, পিএইচপি কোল্ড রোলিং মিলস, পিএইচপি লেটেক্স অ্যান্ড রাবার প্রোডাক্টস লিমিটেড, পিএইচপি ওভারসিস, পিএইচপি কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকিলিং ইন্ডাস্ট্রিজ, পিএইচপি ফিসারিজ, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ড্রাস্ট্রিজ ও পিএইচপি অটোমোইলস লিমিটেডের পরিচালক।

আরও পড়ুন