রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক আলোচনা সভা মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক শেখ মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হাজারী বলেন বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তার জন্মদিন পালন না করলে আমরা জাতির কাছে অকৃতজ্ঞ থেকে যাব। মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক শেখ মহিউদ্দিন বাবু বলেন ‘আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্য দিয়ে।’ সভায় বক্তব্য রাখেন নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার, সহকারী শিক্ষক কাজী বিবি রহিমা, ফখরুদ্দিন মোগল, আবু সালেহ, লুৎফুন নাহার, সৈয়দা আয়েশা খাতুন, ফারহানা আরেফিন, কোহিনুর আক্তার, মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান মুন্না, মিজানুর রহমান, মো: শরীফ, ওবায়দুর রহমান আলভী, আব্দুল্লাহ আল মামুন তানিম, মহানগর ছাত্রলীগ নেতা শামীমুর রহমান প্রমুখ।