বিশ্বব্যাপী নারীদের মধ্যে শীর্ষস্থানে থাকা নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় আট হাজার। বাংলাদেশে সার্বিকভাবে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যান্সার স্ক্রিনিং এর কোন জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নাই। এমন পরিস্থিতিতে আজ রোববার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা মাস। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এর আয়োজন করে থাকে।
প্রায় ত্রিশটি জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য এবং নারী সংগঠনের মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম’। ২০১৩ সালের ১ অক্টোবর ‘সবাই মিলে একসঙ্গে স্তন ক্যান্সার সচেতনতায় কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছিলো এই মোর্চা। রোববার এই মোর্চার দশম প্রতিষ্ঠা বার্ষিকী।
স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে রোববার থেকে তারা মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে। এ দিন সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার, বারডেমের সাবেক পরিচালক ও স্বাস্থ্যবিষয়ক লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক সায়েফ উদ্দিন আহমেদ সপু প্রমুখ।