বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মায়ের কান্নার দাবিগুলো হচ্ছে- ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমান বাহিনীর সদস্য যারা ‘জিয়াউর রহমানের সামরিক ষড়যন্ত্রের শিকার’ হয়ে অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত হয়েছেন তাদের নির্দোষ ঘোষণা। একইসঙ্গে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা।
পাশাপাশি ওই দিন যারা চাকুরিচ্যুত হয়েছেন তাদের প্রত্যেককে স্ব-স্ব পদে সর্বোচ্চ র্যাংকে পদোন্নতি দেখিয়ে বর্তমান স্কেলে বেতন-ভাতা ও পেনশনসহ সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা। এ ছাড়া যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা এবং তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া।
মায়ের কান্না’র আহ্বায়ক কামরুজ্জামান মিয়া লেলিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।এসময় তিনি বলেন, মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বিষয়টি দেখবেন।