শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

বন্ধুত্ব টেকসই হয় না কখন? @ ড. মো: সামছুল আলম শামীম

বন্ধুত্ব টেকসই হয় না কখন?
@ ড. মো: সামছুল আলম শামীম
——————————————-

বন্ধুত্ব হচ্ছে আত্মার সঙ্গে আত্মার মিথস্ক্রিয়াৱ একটি প্রক্রিয়া মাত্র। অনেক সময় এই মিথস্ক্রিয়া প্রক্রিয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে বন্ধুত্ব ভেঙে যেতে পারে।

বন্ধুরা,
এসো দেখি, কিভাবে তা সংঘটিত হয়? যেমন-

১. বন্ধুর অনুভূতি, বিশ্বাস, কিংবা মতামতকে মূল্যায়ন না করলে বা সম্মান না জানালে ভেঙে যেতে পারে বন্ধুত্ব।

২. বন্ধুর ব্যক্তিগত কোনো বিষয় তাকে না জানিয়ে অন্যকে জানালে সম্পর্কে অবিশ্বাস তৈরি হয়। এতে দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে যায়।

৩. বন্ধুর সাফল্যে ঈর্ষান্বিত হলে দু’জনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এতে নষ্ট হয় বন্ধুত্ব।

৪. সবসময় নিজের প্রয়োজনে বন্ধুকে ব্যবহার করলেও ধীরে ধীরে বন্ধুত্ব ভেঙে যেতে পারে।

৫.বন্ধুর কাছ থেকে বড় কোনো সত্য লুকালে দু’জনের মধ্যে ভুল বুঝাবুঝি, বিশ্বাসের ভিত নষ্ট হতে পারে।

৬. কাছের বন্ধু হলেও বন্ধুত্বের একটা সীমানা বা ব্যক্তিগত পরিসর থাকা উচিত। সেটা অতিক্রম করলেও বন্ধুত্বের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়।

৭. সারাক্ষণ বন্ধুকে দোষারোপ করা বা তাকে নেতিবাচক কথা বললেও বন্ধুত্ব ভেঙে যেতে পারে।

৮. বন্ধুত্ব ধরে রাখতে কোনো আগ্রহ না দেখালে সে সম্পর্ক টিকে থাকে না।

৯. বন্ধুর গোপন কথা ফাঁস করবে না। বন্ধুর গোপন কথা অন্য কারও কাছে বলতে নেই। তার দুর্বল জায়গায় খোঁচা দিতেও নেই। এটা করলেই বন্ধুত্ব নষ্ট হয়।

১০. কথায় বলে- “সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ আরও নয়”। তোমার বেলায় যেন তা না ঘটে। যদি সুসময়ে বা তোমার দরকারে বন্ধুকে কাছে টান, তবে এই মধুর সম্পর্কের প্রতি তুমি অবিচার করবে। তখনই বন্ধুত্ব নষ্ট হয়।

১১. কথায় বলে- “কাছের বন্ধুকে টাকা ধার দিতে নেই, তাহলে সম্পর্ক নষ্ট হয়”। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যদি অর্থের বিষয় যুক্ত থাকে, মনোমালিন্য তৈরি হতে পারে। বন্ধুত্বের মধ্যে তখন বিব্রত ও অস্বস্তিকর অবস্থা চলে আসে তখনই বন্ধুত্ব নষ্ট হয়।

১২ অন্য বন্ধুদের কান কথায় বিশ্বাস করে তোমার ভালো বন্ধুকে অন্যান্য বন্ধুদের সামনে অপমান করার মাধ্যমে বন্ধুত্ব নষ্ট হতে পারে।

১৩. বন্ধুর মনোভাবকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ ও অনুধাবন না করার ক্ষমতা থাকলেও বন্ধুত্ব বিনষ্ট হতে পারে।

১৪. আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি সমাজকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে গিয়ে তা না কৱতে পারি, শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসে মাতালম্বী হয়ে অন্য বন্ধুদেরকে ভুল বুঝি তখনও বন্ধুত্ব নষ্ট হতে পারে।

১৫. আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা নিজেদের ও সমাজের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত করতে না পারি, তাহলে সেই সমাজবিজ্ঞান শিক্ষার কি মূল্য থাকে? তাই বন্ধুত্ব বজায় রাখার ব্যাপারে উদারতা, সহানুভূতি, পারস্পরিক মতকে শ্রদ্ধা জানানো, সহনশীলতা জরুরী। বন্ধুদের মধ্যে তর্কবিতর্ক থাকতেই পারে। তাই বলে অন্য বন্ধুকে ওপেন প্লাটফর্মে হেয় প্রতিপন্ন করার মনোভাবেৱ কারণেও বন্ধুত্ব নষ্ট হতে পারে।

আরও পড়ুন