অপেক্ষা //
@ নীলাঞ্জনা
প্রতিদিন একটু একটু করে
মরছে তোমার প্রিয়তা ।
জমাট বাঁধা অন্ধকারে
তলিয়ে যাচ্ছে গভীররাতে
ঝিঁঝিঁ পোকার করুন আর্তনাদে ।
ঘুটঘুটে অমাবস্যা মৃত্যুর
মত করে উৎ পেতে আছে
তাকে জড়িয়ে ধরবে বলে ।
সব কিছু উপেক্ষা করে
অপেক্ষা করছে সে কোন এক
উপত্যকার গিরিখাদে বসে ।