শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪

সর্বশেষ

স্বপন ডানা #তিতাস

স্বপন ডানা
#তিতাস

আমি ইচ্ছা হলেই পাখনা মেলে আকাশ পানে ধাই
রূপকথার দেশের পরীর সেথায় দেখা পাই।
তার সাথে ভাব জমিয়ে তারার দেশে ভাসি
জোৎস্না গায়ে মেখে দুজন খিলখিলিয়ে হাসি।
চাঁদের বুড়ি চরকা রেখে ডেকে আমায় বলে-
কি করিস লো এইখানে তুই স্বপন ডানা মেলে!!
ঘরের ভেতর বন্দী থেকে ঘুরিস নেটের ছুঁতোয়
তোদের তো জগৎ এখন থাকে হাতের মুঠোয়।
আমি বলি- সে ঘোরাতে মেটেনা মনের আশ
আমার হৃদয় স্বপ্নে ভাসে, সেথায় চাঁদ তারাদের বাস।
পাখির সাথে ঘুরে বেড়াই ঝর্ণা গায়ে মাখি
ভ্রমর হয়ে ফুলের মাঝে করি লুটোপুটি।
নদী আমায় ডাকে কাছে, সাগর বুকে বয়
বাতাস কানে চুপিচুপি প্রেমের কথা কয়।
রবি মামা দেয় হামা আজও রাঙা জামা গায়..
মেঘবালিকা এসে বলে বলে আমায় সে ছুঁতে চায়।
বুঝলে তো!
ও বুড়ি মা.. কেনো স্বপন ডানা মেলি
আমি তো রোজ হৃদমাঝারে স্বপ্ন দ্বার খুলি।
কল্পরাজ্যে মন ভাসিয়ে দোদুলদোল দুলি
বাস্তবতার নিষ্ঠুরতা একটু হলেও ভুলি।
এখন বরং তোমায় ছুঁয়ে শৈশবকে ছুঁই
জোৎস্না ঢালো সে আলোতে সকল গ্লানি ধুই।
ও চাঁদের বুড়ি তুমি গল্প শোনাও
আমি তোমার কোলে শুই।।

আরও পড়ুন