বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কুমিল্লা, ফেনী,চট্টগ্রাম রোডমার্চকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার মীরসরাইয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রোডমার্চ ঘিরে নেতা কর্মীদের তৈরি হয়েছে উত্তাপ উত্তেজনা।চট্টগ্রাম উত্তর ,দক্ষিণ ও মহানগর এবং আশে পাশের জেলায় হয়েছে প্রস্তুতি সভা।অন্যদিকে চট্টগ্রাম আওয়ামীলীগ সমাবেশ ও নেতা কর্মীদের এলাকায় এলাকায় প্রস্তত থাকতে বলা হয়েছে।চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সব ধরনের বিশৃঙ্খলা ,নাশকতা টেকাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
সকালে রোডমার্চ কুমিল্লা থেকে শুরু হয়ে বিকেলে চট্টগ্রাম কাজির দেউরী মোড়ে সমাবেশের মাধ্যে শেষ হবে।পথে হবে ৪ টি সমাবেশ। কাজির দেউরী সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নেতৃবিন্দু উপস্থিত থাকবেন।চট্টগ্রামের এ সমাবেশ থেকে বিএনপির পরবর্তী কর্মসূচী ও ঘোষনা করা হবে বলে জানাগেছে।
এ দিকে শুক্রবার মীরসরাইয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রোডমার্চ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।মীরসরাইয়ের গতবারের এমপি প্রার্থী জেলা বিএনপির যুগ্মআহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান তার বাড়ীতে রোডমার্চের প্রস্তুতি সভা চলাকালে আওয়ামী লীগ হামলা করে।এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।পরের দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০-৭০ জনকে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করলেও মীরসরাইয়ে রোডমার্চের পথসভা করার সিদ্ধান্তে অটল বিএনপি।
এদিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ ঘিরে আওয়ামী লীগ ভীতি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। জেলা বিএনপির যুগ্মআহবায়ক কাজী সালাউদ্দীন বলেন,যত অপচেষ্টাই করা হোক না কেন, রোডমার্চ হবে। রোড মার্চে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিরোধে করবে ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, কুমিল্লা থেকে শুরু হবে রোডমার্চ।মোট চারটি জনসভা হবে । ফেনী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় দেড়শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হবে চট্টগ্রামে। সকাল ১০টায় প্রথম সভাটি হবে কুমিল্লায়। এই সভা শেষে রোডমার্চ রওনা হবে ফেনীর পথে। ফেনীর মহিপালে হবে দ্বিতীয় জনসভা। তৃতীয়টি হবে চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরে।এর পর ভাটিয়ারীতে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে হবে রোডমাচের্র শেষ জনসভা ।
তিনি বলেন,রোডমার্চ সফল করতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় প্রস্তুতি সভা করা হয়েছে।এছাড়া যাত্রাপথে জায়গায় জায়গায় হাজার হাজার মানুষ রোডমার্চকে স্বাগত জানাবে। থানা পর্যায়েও সভা করা হয়েছে। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।প্রতিটি সমাবেশে থাকবে লাখো মানুষ।
একিকে নগর বিএনপি আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন,আমরা চট্টগ্রামে এ পর্যন্ত অনেক বড় বড় সমাবেশ করেছি শান্তিপূর্ন ভাবে পালন করেছি। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত শান্তিপূর্ণ বাবে পালন করতে চাই। রোডমার্চ কর্মসূচিতে সরকার যদি কেউ বাধা দেয় ,যেখানে বাধা সেখানেই প্রতিরোধ করা হবে। আঘাত এলে পালটা আঘাত করতে গণতন্ত্রকামী জনতা এখন প্রস্তুত।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন বলেন, রোডমার্চ ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচি নেই। বাধাও দেব না। তবে শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতামূলক কর্মকা- চালানো হলে তাৎক্ষণিকভাবে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামবেন। এজন্য মহানগর আওয়ামী লীগ দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান নেবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মীদেরও সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি।