সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

জ্বর, সর্দি, কাশি তাড়াতে সুজনের মৌসুমি ফল বিতরণ

জ্বর, সর্দি, কাশি তাড়ান-জাম্বুরা, আমড়া, আমলকি খান এই স্লোগানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগী, নগরীতে কর্তব্যরত পুলিশ সদস্য, সিএনজি চালক, রিক্সা চালক, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী, বাসের সহকারী, পথচারীসহ সর্বসাধারণের মাঝে মৌসুমি ফল বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ রবিবার (৮ অক্টোবর ২০২৩ইং) সকালে নগরীর বিভিন্ন এলাকায় এসব মৌসুমি ফল বিতরণ করেন তিনি।
এসময় সুজন বলেন নগরীতে সিজনাল জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে প্রায় সব ঘরে ঘরেই জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। অনেকে এসব সিজনাল জ্বরকে ডেঙ্গু মনে করে ভয় পাচ্ছেন। তাই জ্বরে আক্রান্ত হলে ভয় না পাওয়ার আহবান জানান তিনি। আবার অনেকে জ্বর হলেও ডাক্তারের চিকিৎসা না নিয়ে ঘরে সাধারন চিকিৎসা করে থাকেন। অনেক সময় এক্ষেত্রে ঝুঁকিরও ভয় থাকে। তাই জ্বর হলে কালবিলম্ব না করে সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন আমরা মৌসুমি ফল খেয়েও এসব সিজনাল জ্বর থেকে মুক্তি পেতে পারি। বিশেষ করে জ্বরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জাম্বুরা, আমড়া, আমলকি প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। বাজারে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। দেশীয় ফল হওয়ার কারণে যেগুলো দামেও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তাছাড়া বিদেশ থেকে আমদানিকৃত ফলের মূল্য অত্যধিক হওয়ায় সাধারণ ক্রেতা এসব ফলের স্বাধ গ্রহণ করতে পারছে না।

তাই জ্বরে আক্রান্ত রোগী এবং নগরবাসীকে এসব মৌসুমি ফল খাওয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার আহবান জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক সুজন আরো বলেন আমাদের নতুন প্রজন্ম এসব ফলের নাম এবং পুষ্টিগুণ সম্পর্কে অবগত নন। তাই বাবা-মা’কে সন্তানদের এসব ফল সম্পর্কে ধারণা দিতে হবে। এসব মৌসুমি ফল যে অনেক ক্ষেত্রে ওষুধের কাজ করে তাও সকলকে জানানোর আহবান জানান তিনি। তিনি নগরবাসীর মাঝে সচেতনতা এবং উৎসাহ প্রদানের জন্য এসব মৌসুমি ফল বিতরণ কার্যক্রম শুরু করেন। মৌসুমি ফল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্ঠা খোরশেদ আলম সুজন। ফল বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন, এছহাক চৌধুরী, মো. শাহজাহান, মো. ফোরকান, সোলেমান সুমন, শহীদুল আলম লিটন, মনিরুল হক মুন্না, মো. তাজউদ্দিন, আকাশ বিশ্বাস, অতীশ চৌধুরী, মো. ইমতিয়াজ, মো. রাকিব প্রমূখ।

আরও পড়ুন