শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

||আমার, আমি…|| মাহ্জাবীন মিতি

||আমার, আমি…||
মাহ্জাবীন মিতি
চোখে আছে, একটা পুরো সমুদ্র ,
তাই তোমার দেয়া কষ্টগুলো,আর মনে পড়ে না
কষ্টের ঢিবিতে আজ উইপোকা’র বাস।
তোমার দেয়া ক্ষতগুলো কবেই শুকিয়ে গেছে!
এখন সেখানে গোলাপের চাষ হয়…
রক্ত গোলাপ… সেই গোলাপে,মিষ্টি ঘ্রাণ ছড়ায়।
আমার উঠোন জুড়ে প্রজাপতির ঝাঁক..
রঙবেরঙ এর প্রজাপতিরা চোখে স্বপ্ন সাজায়।
তুমি হয়তো ভেবেছিলে, আমি নিঃশেষ হয়ে যাব
তাই না??
নাহ অতোটা বোকা এখন আর আমি নই,
আমি বাঁচতে শিখে গেছি।
আমি আজ বুকে প্রকাণ্ড পাহাড় বেধেছি
চোখের কাঁজলে এঁকেছি প্রবাহমান নদী
মাথার সিথানে নিয়েছি গহন অরণ্য
কী দিয়ে ঠেকাবে এবার তুমি?
আমি ভয়কে জয় করতে শিখেছি..
নতুন স্বপ্ন চোখে নিয়ে বাঁচতে শিখেছি..
এর কৃতিত্ব অবশ্য কিছুটা হলেও
তোমার প্রাপ্য
তুমিই এক কিশোরীকে
আজকের দুর্ভেদ্য মানুষে পরিণত করেছো..
হ্যা, ‘মানুষ’..
আমি সত্যিই আজ
আমার মত বাঁচতে শিখে গেছি….
সেখানে তোমার কোন অস্তিত্ব নেই আজ আর..

আরও পড়ুন