ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলে ১৮ জন থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়া আরও ১১ থাই নাগরিককে জিম্মি করেছে হামাস। সেইসঙ্গে গতকাল শনিবার ইসরায়েলে হামাসের হামলায় আটজন থাই নাগরিক আহত হয়েছেন বলে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক কৃষিখাতে কাজ করে। এর মধ্যে বেশিভাগই গাজা সীমান্তের কাছ কর্মরত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, হামাসের হামলায় ১১ মার্কিন নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন মার্কিনিকে জিম্মি করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে নেপাল বলছে, ইসরায়েলে তাদের ১১ জন নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য জানিয়েছে, হামাসের হামলায় তাদের ১২ জন নাগরিক নিহত বা নিখোঁজ হয়েছে। জার্মানিও জানিয়েছে, ইসরায়েলে তাদের নাগরিক নিহত হয়েছে।
এরই মধ্যে হামাসের বিরুদ্ধে কড়া প্রতিশোধের বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী এমন প্রতিশোধ নিতে যাচ্ছে যা কখনো নেয়নি। তিনি হামাসকে বর্বর হিসেবে উল্লেখ করেছেন। নেতানিয়াহু আরও বলেছেন, তার দেশ হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করবে।
গত শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, তারা ২০ মিনিটের মধ্যে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েল জানায়, দুই হাজার ৫০০ রকেট ছুড়েছে হামাস।