শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

খালেদা জিয়াকে বাসায় নেয়া সম্ভব না হলে কীভাবে বিদেশে নেবে: তথ্যমন্ত্রী

বিএনপি নেতাদের প্রশ্ন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছে, খালেদা জিয়াকে যদি বাসায় নেয়া সম্ভব না হয় তাহলে কীভাবে বিদেশে নেবে।মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে মেডিকেল বোর্ড কথা বলেছে তারা দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতই কথা বলে।

পদ্মা সেতু নিয়ে বিএনপির বিরোধীতার কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নিয়ে হাজারও বিরোধীতা করার পরেও লজ্জা ভেঙ্গে বিএনপি পদ্মা সেতুতে উঠেছে।

এবার বিএনপি নেতাদের পদ্মা সেতুর রেল ব্রিজ দিয়ে ওপারে যাবার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

আরও পড়ুন