শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির বার্ষিক মিলাদ মাহফিল

গত ৯ অক্টোবর ২০২৩ইং সোমবার সকাল ১০ টায় কুয়াইশস্থ জাহাঙ্গীর আবাসিক এ চট্টগ্রাম কাজী আদর্শ পল্লীতে বৃহত্তর চট্টগ্রাম জেলা বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী ও কাজী মাওলানা মীর হাসানুল করিম মুনিরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মামুনুর রশিদ মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ্ব হাফেজ কাজী মাওলানা সাগর আহমেদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাওলানা হারুন শাহ্ মোজাদ্দেদী আল কাদেরী, কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ সোলাইমান চৌধুরী, জাহাঙ্গীর আবাসিক কল্যাণ সমিতির আহ্বায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন-বৃহত্তর চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ সারুয়ারে আলম, মহানগর সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, চট্টগ্রাম ম্যারেজ এন্ড কাজী অ্যাসেট্স ম্যানেজমেন্ট লিঃ এর উপদেষ্টা আলহাজ্ব কাজী আবু জাফর মুনিরী, আলহাজ্ব কাজী মুহাম্মদ ইমাম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ও কাজী মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ। সব শেষে মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আলিম রেজভী (মা:জি:আ:)। সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুনুর রশিদ বলেন, মহানবী (দ.) এর সব কর্মের প্রধান উপজীব্য হল মানবতাবাদ, মানুষের মুক্তি ও কল্যাণ সাধন। তিনি শিক্ষা দিয়েছেন সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ, বৈষম্যহীনতা ও ন্যায়পরায়নতার। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

 

আরও পড়ুন