বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

অনুভবের স্পর্শ ——–‐——————কোহিনূর আক্তার

অনুভবের স্পর্শ

——–‐——————কোহিনূর আক্তার
আজ সকালটা তোমায় দিলাম
দূর আকাশের রঙ তোমার মৃদু হাসিতে মেশালাম
তোমায় নিয়ে রংধনু আঁকবো মনের পাতায়
তা নিয়ে উৎসাহিত বিলাবো অমৃততায়।
ও হে প্রিয় তোমায় নিয়ে হাঁটি মনের সর্বত্র,
এ প্রেম হবে না কখনও পরিত্যক্ত।
তোমার প্রেমে করেছি এ হৃদয় সিক্ত।
আজ সকালটা তোমায় দিলাম
তোমার পরশে স্নিগ্ধতা জনম জড়ালাম।

আরও পড়ুন