শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

মোনালিসা যেন ‘দেশি ওয়াইন’, অভিনেত্রীর ড্যান্স ‘ঝড়’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেও ভারতে তেমন সুবিধা করতে পারছে না ‘থ্যাংক ইউ ফর কামিং’। নারীকেন্দ্রিক ও সেক্স কমেডি ঘরানার এ ছবি ঘিরে সোশ্যালে তৈরি হয়েছে বিতর্ক!

এরমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির ড্যান্স আইটেম ‘দেশি ওয়াইন’। গানের তালে নেচে ইন্সটাগ্রামে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন ঝুমা বৌদি নামে খ্যাত ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। ক্য়াপশনে লেখেন, ‘দেশি ওয়াইন, দেশি গার্ল, হ্যাঁ এটাই আমি’। গোলাপি শর্ট ড্রেসের সঙ্গে কানে বড় দুল পরে গানের তালে তালে কোমর দুলিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল সোশ্যালে।

‘থ্যাংক ইউ ফর কামিং’-এ অভিনয় করেছেন ভূমি পেডনেকর, কুশা কপিলা, শেহনাজ গিল, শিবানী বেদী এবং অনিল কাপুর প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর ও রিয়া কাপুর।

উল্লেখ্য, ভোজপুরী বাঙালি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা দর্শকদের কাছে ঝুমা বৌদি নামে জনপ্রিয়। তিনি বিগ বস ১০-এর প্রতিযোগী ছিলেন। বিগ বস থেকে বেরিয়ে অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেন।

আরও পড়ুন