শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

তিন দিনব্যাপী হেলথ এ্যান্ড মেডিকেল এক্সপো ২০২৩ এর উদ্বোধন

চট্টগ্রাম এগিয়ে যাওয়া মানেই বাংলাদেশ এগিয়ে যাওয়া, পর সমালোচনা না করে সহযোগিতার মাধ্যমে একে অপরের সাথে সমন্বয় করে এ দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আজ ১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে নগরীর জিইসি কনভেনশন হলে তিন দিনব্যাপী হেলথ এ্যান্ড মেডিকেল এক্সপো ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাক্স ম্যানেজমেন্ট আয়োজিত এ মেলায় জুনাইদ আসাদ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দৃষ্টি সংগঠক মাসুদ বকুল, প্রধান সম্মনয়কারী শহীদুল্লাহ হিরু ও সাইফুল্লাহ মনছুর।

এবারের হেলথ এন্ড মেডিকেল এক্সপোতে দেশী ও বিদেশী ১০০টি স্টল অংশগ্রহণ করেছে। এতে পাওয়া যাবে মেডিকেল, সার্জিকেল, ল্যাব ইকুইপমেন্ট, ইন্টারন্যাশনাল হসপিটালের ইনফরমেশন সেন্টার, মেডিকেল টুরিজম, ফ্রি চেক আপ সহ যাবতীয় চিকিৎসা ক্যাম্পিং। এছাড়াও তিন দিনব্যাপী চলবে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার বলে জানান মেলা আয়োজক কমিটি।

আরও পড়ুন