সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

নয়াপল্টন এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা

রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এলাকায় আজ শুক্রবার (২৭ অক্টোবর) পুলিশকে সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে।

পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সমাবেশস্থলে নজর রাখা হবে। নয়াপল্টন এলাকার জন্য মোট ৬০টি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়া সিভিল ড্রেসে পুলিশ কর্মকর্তারা ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন।

সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠি দিয়েছে বিএনপি। তবে পুলিশ এখনো অনুমতি দেয়নি।

আরও পড়ুন