সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ, যাত্রীদের ভোগান্তি

২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দুই বড় দলের সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়েছে। যাত্রীরা দূর দুরান্ত থেকে ময়মনসিংহের মাসকান্দা কেন্দ্রীয় বাসটার্মিনালে এসে ফিরে যেতে হচ্ছে।

শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, বিদেশগামী যাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গন্তব্যে যেতে না পেরে হতাশার মধ্যে পড়েছে। তারা ক্ষোভ জানিয়ে বলেছেন রাজনীতির রোষানলের শিকার হয়ে আমরা সাধারণ মানুষ ভুগছি। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে আবারও ফেরত যাচ্ছেন। অনেকে ছোট ছোট বাহনে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকার দিকে আসছেন।আগে থেকে ঘোষণা না দিয়ে এভাবে গণপরিবহন বন্ধ করে দেয়ায় যাত্রীরা পড়েছে বিপাকে।

গণপবিহনের স্টাফরা বলছেন, আমরা উপরের নির্দেশে গাড়ী বন্ধ রেখেছি। উপরের থেকে নির্দেশ এলে আবার চালু করবো।জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ঢাকাগামী সকল বাস চলাতে আমরা চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষ নাশকতার ভয়ে বাস বন্ধ রাখছে। এতে আমাদের করার তেমন কিছু নেই। হয়তো আগামীকাল বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে।

পুলিশ জানিয়েছে, সড়কের নিয়ম শৃংখলা স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত চেক পোষ্ট চালু আছে।

আরও পড়ুন