সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

হরতালের সমর্থনে চট্টগ্রাম উত্তর জেলা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হরতালের সমর্থনে চট্টগ্রাম উত্তর জেলা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আজ ২৯ অক্টোবর (শনিবার) নগরীর কাজির দেউরী মোড় থেকে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্মআহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তরজেলা বিএনপির যুগ্মআহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, যুগ্মআহবায়ক সরোয়ার আলমগীর, যুগ্মআহবায়ক কাজী সালাউদ্দীন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দীন সেলিম,জেলা যুবদলেরর সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী,আবু হানিফ,নুরুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন,সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ন সমাবেশে হামলা করিয়েছে।এখন আর বসে থাকলে হবেনা,রাজপথে নেমে পয়সালা করতে হবে নেতা কর্মীদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পযর্ন্ত কয়েকহাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হামলা-মামলার ভয় দেখিয়ে জনগণের মুক্তির আন্দোলনের পথ বাধাগ্রস্থ করা যাবে না।নেতারা গ্রেফতার কৃত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতা কর্মীদের মুক্তি দাবী জানান।

আরও পড়ুন