সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

এবার ১২ দলীয় জোটের অবরোধের ডাক

সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। গ্রেপ্তার, নির্যাতন করে জনগণের ভোটের দাবি আদায়ের আন্দোলনকে দমন করা যাবে না। দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে আগামী ৩১ অক্টোবর, ১ এবং ২ নভেম্বরের অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোট।

এ নিয়ে সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে জোট এ অবরোধের কথা জানায়।
অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা সরকার বিরোধী নিয়মতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করে আবারও ১৪ সালের মতো ভোটারবিহীন নির্বাচন করতে চায়। জনগণ ক্ষমতা ধরে রাখার এই দুরভিসন্ধি বাস্তবায়ন হতে দেবে না। বিএনপি ও ১২ দলীয় জোটসহ সকল বিরোধী দলের ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের হামলা, গুলি, লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতারা বলেন, ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ অন্যান্য নেতাদের হয়রানি ও অপদস্ত করা হচ্ছে। এই নিষ্ঠুরতা বন্ধ করে গ্রেপ্তার রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি এবং যুগপৎ আন্দোলনে শরিক সকল দলের নেতাকর্মীদের অযথা হয়রানি বন্ধের দাবি জানান।

আরও পড়ুন