চট্টগ্রামের কর্ণফুলীতে লাঠিমিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন দক্ষিণ জেলা যুবলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মইজ্জ্যারটেক এলাকা থেকে শুরু করে ক্রসিং মোড় এলাকায় মিছিলটি শেষ হয়।
এর আগে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসচালক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মিছিলে সহ-সভাপতি তৌহিদুল আলম, আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, মো. আবিদ হোসেন, মোহাম্মদ নুরুল আমিন, দপ্তর সম্পাদক রাজু দাস হিরো, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল,জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অমল রুদ্র, নাজিম উদ্দীন হায়দার প্রমুখ।
জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হরতাল-অবরোধের নামে সহিংস রাজনীতিতে নেমেছে। জ্বালাও-পোড়াও করছে। এ সহিংস জ্বালাও-পোড়াও অবরোধ হরতালে জনসাধারণ মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সে প্রতিবাদে যুবলীগ রাজপথে আছে মানষের নিরাপত্তার সহযোগিতায়।