শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুটি বাস ভাঙচুর, একটিতে আগুন

চট্টগ্রামে অবরোধের তৃতীয় দিনে রাঙ্গুনিয়া উপজেলায় আরও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা এবি ট্রাভেলসের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা একই পরিবহনের আরও দুটি বাস ভাঙচুর করে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আগুনে এবি ট্রাভেলসের বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। বাসটিতে যাত্রী বসার সিট থেকে শুরু সব কিছুই পুড়ে গেছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘ভোর ৪টার দিকে কে বা কারা কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় সড়কের ওপর পার্কিং করা এবি ট্রাভেলসের একটি বাসে অগ্নিসংযোগ করে। এ সময় একই পরিবহনের আরও দুটি বাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘রাঙ্গুনিয়ার লিচুবাগানে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ যাওয়ার আগে আসামিরা পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

আরও পড়ুন