আজ ৩ নভেম্বর সন্ধ্যা ৭টায় বোয়ালখালী প্রেস ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বের সভায় উপস্থিত সভ্যবৃন্দের সম্মতিতে মেয়াদ উর্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে সভা ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য মো: লোকমান চৌধুরীর পরিচালনায় ও উপস্থিত সভাবৃন্দের স্বত:ফুর্ত সম্মতিতে বিগত কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলামকে (দৈনিক যুগান্তর) সভাপতি, এডভোকেট সেলিম চৌধুরীকে ( দৈনিক সকালের সময়) সিনিয়র সহ সভাপতি, মোঃ ফারুক ইসলাম( দৈনিক পূর্বকোণ)কে সহ সভাপতি, মোঃ ইয়াছিন চৌধুরী( সিপ্লাস টিভি)কে সাধারন সম্পাদক, মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ( বিজয়টিভি) কে যুগ্ম সাধারন সম্পাদক, সৈয়দ মোঃ নজরুল ইসলাম( দৈনিক চট্টগ্রাম প্রতিদিন)কে সাংগঠনিক সম্পাদক, প্রভাস চক্রবর্তী( দৈনিক স্বাধীন সংবাদ) কে অর্থ সম্পাদক, এস এম নাঈম উদ্দিন(দৈনিক কালের কন্ঠ)কে দপ্তর সম্পাদক, মোঃ জাহিদ হাসান( দৈনিক কালবেলা) কে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এস এম মঞ্জুর আলম( দৈনিক আজাদী), লোকমান চৌধুরী( বাংলা টিভি), অধীর বড়ুয়া, দৈনিক চট্টগ্রাম মঞ্চ), এমরান চৌধুরী ( বাংলা টিভি)কে কার্যনির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এসময় নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়া ক্লাবের সাধারন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- শাহ আলম বাবলু, খোরশেদ আলম, বাংলাদেশ সমাচার)খোরশেদুল আলম ( সিএনএন বাংলাদেশ)প্রমুখ নেতৃবৃন্দ।