আবারও বাসের বেপরোয়া গতির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সড়ক দুর্ঘটনা ঘটল । সর্বোচ্চ গতিসীমা থেকে অধিক গতিতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের সময় টানেলের ভেতরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, নগরের পতেঙ্গা থেকে একটি প্রাইভেটকার আনোয়ারা দিকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে আসা একটি বাস ওভারটেক করতে গিয়ে কারটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, ‘টানেলের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কোনো ব্যক্তি হতাহত ও টানেলের কোন অংশ ক্ষতি হয়নি। বাসের চালক পলাতক। এছাড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’