ঐতিহ্যবাহী চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে ওল্ড মিউনিসিপ্যাল স্টুডেন্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্য্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদ ৯৩ ব্যাচের (ওমসা ৯৩) সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ওমসা ৯৩ এর ব্যাচ সভাপতি ডা. প্রবীর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মান্নান শিমুল এর সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৮ই ডিসেম্বর শুক্রবারে ওমসা ৯৩ এর তৃতীয় সতীর্থ সম্মিলন এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত হবে এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ব্যাচের প্রয়াত ও আর্থিক ভাবে অস্বচ্ছল সদস্যদের পরিবারকে সহায়তা করার জন্য একটি জরুরী সহায়তা তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনের ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দেওয়া হয়। সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর এবং মিন্টু দাশ, অর্থ সম্পাদক শিশির পারিয়াল, সাংগঠনিক সম্পাদক সুমন মল্লিক, ব্যাচ সদস্য সোলায়মান সুমন, সায়েম চৌধুরী, এম এ আজিজ, সুমন দে, গোলাম হান্নান, রফিকুল হাসান, সুজন মিত্র, কল্লোল ঘোষ, উত্তম পাল, মুজিবুর রহমান, অলক দত্ত, শিমুল চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আলাউদ্দীন, রুবেল বড়ুয়া, সৌমেন রুদ্র, এবং বিনয় ভৌমিক প্রমুখ। সভার শেষে ব্যাচের অসুস্থ সদস্যদের সুস্থতা এবং সমগ্র দেশের উন্নতি কামনায় মোনাজাত করা হয়।