সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

রাজধানীতে ছাত্রদলের মিছিল ও পিকেটিং

একদফা দাবিতে চলমান অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকাল থেকে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবরোধের অংশ হিসেবে সকালে ইডেন মহিলা কলেজে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি প্রবেশ গেটে তালা লাগিয়েছেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি গেটে ‘দেশ রক্ষার অবরোধ সফল হোক’— এমন ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

সকালে ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করে তেজগাঁও কলেজ ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, শামিম আহমেদ রবিন, এসআই জুয়েল শিকদার, হাফিজ আল মাহমুদ, নাঈমুল ইসলাম নাজিম, নাজমুল হুদা রাকিব, আল-মামুন মালতিয়া প্রমুখ।

সকাল সাড়ে ৭টায় বনশ্রী এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস ও রেহেনা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মাহবুব শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভুঁইয়া, ইফতেখার ফয়সাল, আরমান হোসেন বাপ্পি ও সদস্য মনিরুজ্জামান টিটু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হোসেন প্রমুখ।

সকালে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নিকুঞ্জ কুর্মিটোলা হাসপাতোলের সামনে ( ঢাকা-গাজীপুর রোড) রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সরকার পতনের দাবিতে স্লোগান দেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ঝলক মিয়া, মুহতাসিম বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, মেহরাব মেহবুব মাহি, সুরুজ মন্ডল, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ, খাইরুল আলম সুজন, এ আর লিটন, খোরশেদ আলম লোকমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিঠুন, জাহিদ পারভেজ, আব্দুল্লাহ আল কাওসার, নুরুল্লাহ শেখ, মো. নান্নু, মো. আজহার, সহসাংগঠনিক সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, তানভির আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন