মাওলানা আবদুল বাসির সংবাদমাধ্যমকে বলেন, ‘কিছুদিন আগে প্রায় ৪০ লাখ টাকা রাস্তায় পাওয়া গেছে। টাকার মালিক খুঁজে না পেয়ে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। আমি তাফসির করতে জেলার বাইরে অবস্থান করছি। আগামীকাল সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, টাকা পড়ে যাওয়া বা হারিয়ে গেছে—এমন কোনো ব্যক্তি থানায় অভিযোগ করেনি। টাকা ফেরত দিলে পরবর্তীকলে ব্যবস্থা নেওয়া হবে।