সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

প্রেমের প্রস্তাবের ১০ দিনেই বিয়ে করলেন ‘রাতাসান’ নায়িকা

অভিনেত্রী অমলা পালের জন্মদিনে তাকে প্রেমের প্রস্তাব দেন উদ্যোক্তা জগৎ দেশাই। গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়া সেই জন্মদিনের পার্টিতেই প্রেমের প্রস্তাবে রাজি হন ‘রাতাসান’ নায়িকা। প্রস্তাবের ১০ দিনের মধ্যেই বসলেন বিয়ের পিঁড়িতে।

ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে তাদের বিয়ের খবর জানিয়েছেন এই নবদম্পতি। অভিনেত্রী জগৎ দেশাইয়ের সাথে রবিবার (৫ নভেম্বর) কেরালার কোচিতে একটি পাঁচতারা হোটেলে গাঁটছড়া বাঁধেন। বেশ আড়ালে আর ঘনিষ্ঠ আয়োজনের মধ্য দিয়েই বিয়ে সারলেন অমলা পল।

বিয়ের অনুষ্ঠানের পরপরই, দম্পতি ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট করে সবাইকে বিশেষ অনুষ্ঠান সম্পর্কে বার্তা দেন। বিয়েতে দুজনই উজ্জ্বল পোশাক পরেছিলেন। উভয়েই বড়দিনের সঙ্গে ম্যাচিং করে ল্যাভেন্ডার রঙের জাতিগত পোশাক পরিধান পরিধান করেন। অমলা পরেছিলেন ল্যাভেন্ডার রঙের লেহেঙ্গা এবং জগৎ শেরওয়ানি পরেছিলেন।

ব্যক্তিজীবনে অমলা পরিচালক এ এল বিজয়কে বিয়ে করেছিলেন। দুই বছর একসঙ্গে থাকার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তার পর থেকেই অমলা পল নিজের সম্পর্ক নিয়ে আর কোনো ঘোষণা দেননি। অবশেষে নিজের নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন এই অভিনেত্রী।

অমলা পল ২০০৯ সালে ‘নীলথামারা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী ময়না (২০১০), দেভা থিরুমাগাল (২০১১), থালাইভা (২০১৩) এবং ‘রাতাসান’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল মালায়ালাম সিনেমা ‘দ্য টিচার’ এবং তামিল সিনেমা ‘ক্যাডাভার’-এ। দুটি সিনেমাই ২০২২ সালে মুক্তি পেয়েছিল।

আরও পড়ুন