নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবার সকালে মিছিল বের করার সময় তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করেন টিপু। এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় মিছিলের জন্য আসা নেতাকর্মীরা পালিয়ে গেলে আর কেউ গ্রেফতার হয়নি।
এর আগে মঙ্গলবার বিকালে শহরের অবরোধ সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল বের করে।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় টিপুর বিরুদ্ধে ৭টি মামলা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরে জানানো হবে।