বিশ্বকাপে মাত্র চার ম্যাচ খেলেছেন। তাতেই আগুন ঝরাচ্ছেন মোহাম্মাদ শামি। ১৬ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন। বিশ্বকাপে তার বোলিং ভারতের কাছে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পেসার। বাঙালি অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শামিকে।
এদিকে শামির ব্যক্তিগত জীবনে ঝড় চলছে গত কয়েক বছর ধরেই। স্ত্রী হাসিন একের পর এক অভিযোগ এনেছেন। বিবাহবহির্ভূত সম্পর্ক, ম্যাচ ফিক্সিং, নির্যাতনসহ একাধিক মামলায় জড়িত শামি। এমনকি কয়েক মাস আগে আলিপুর আদালতেও হাজিরা দিতে হয়েছিল তাকে।
এরই মধ্যেই শামিকে বিয়ের প্রস্তাব দিলেন পায়েল ঘোষ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সরাসরি শামিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। বল হাতে শামির দুর্দান্ত পারফরম্যানস দেখার পরেই তারকাকে বিয়ে করতে চাইছেন তিনি। পায়েল লিখেছেন— নিজের ইংরেজি একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।
পায়েলের জন্ম কলকাতায় হলেও বর্তমানে কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে। মুম্বাইয়ে নমিত কিশোরের অভিনয় স্কুল থেকে অভিনয়ের তালিম নেন। এর পর দক্ষিণ ভারতের একাধিক সিনেমায়- প্রয়াণাম, মিস্টার রাস্কেল, ওসারাভেললি, বর্ষাধারে-তে। বলিউডি সিনেমায় আত্মপ্রকাশ ঘটে বিবেক অগ্নিহোত্রীর ফ্রিডমের মাধ্যমে। এর পরে প্যাটেল কি পাঞ্জাবি শাদিতেও তাকে দেখা গিয়েছিল। এ ছাড়া বিবিসির টেলিফিল্ম শার্প’স পেরিল-এ কাজ করেছেন। কানাডিয়ান সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল।
অভিনয় জগতে সে রকম পরিচিতি পাননি। তিনি বর্তমানে মহারাষ্ট্রের রামদাস আটওয়ালের রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। মহিলা শাখার প্রেসিডেন্ট তিনি। বছর তিনেক আগে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করে আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন।
একাধিকবার বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি। নামি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এমনকি রিচা চাড্ডা পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। রিচা চাড্ডার অভিযোগ ছিল— কাশ্যপের বিরুদ্ধে মামলা করার সময় অহেতুকভাবে রিচাকে জড়ানো হয়েছে।