বিএনপি ঘোষিত চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের শেষ দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার সকালে গুলশান এলাকায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
মিছিলে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুয়েল বলেন, একদফা চূড়ান্ত আন্দোলনে আমরা রাজপথে কর্মসূচি পালন করছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। দল থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা তা বাস্তবায়ন করব।