শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

সাইফের নেতৃত্বে গুলশানে বিক্ষোভ মিছিল

বিএনপি ঘোষিত চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের শেষ দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সকালে গুলশান এলাকায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

মিছিলে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জুয়েল বলেন, একদফা চূড়ান্ত আন্দোলনে আমরা রাজপথে কর্মসূচি পালন করছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। দল থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা তা বাস্তবায়ন করব।

আরও পড়ুন