শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-কমিশন গঠনের দাবী

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে গত ১১ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নিজাম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নোমানুজ্জামান আল-আজাদ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সম্মিলিত শ্রমিক জোটের সাধারণ সম্পাদক কমরেড বাদল খান। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নুরুন্নবী। বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদার, সহ-সভাপতি মতিনুল হক টিপু, জাফর আহমদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেক, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী রেজা ও রাখী রাণী দাশ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের জেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। পূর্বাহ্নে অনুষ্ঠানের প্রধান অতিথি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব চট্টগ্রাম জেলা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধান অতিথি নোমানুজ্জামান আল-আজাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারিদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা পরিবার-পরিজন নিয়ে আজ চরম দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এ অবস্থায় কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সরকারি কর্মচারিদের জন্য নবম পে-কমিশন ঘোষণার জন্য দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন