জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। এর ধারাবাহিকতায় পটিয়ায় ১৫ বছরে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আরো জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তিনি গত ১২ নভেম্বর রবিবার সকালে পটিয়া মোস্তফা পেপার মিল পরিদর্শণ ও উপজেলাধীন হাবিলাসদ্বীপ ইউনিয়নস্থ বোয়ালখালী নদীর ডান তীরে ৯০০ মিটার ফ্লাটওয়াল নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, মোস্তফা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক পটিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য তাইসির রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহেদ, উপবিভাগীয় প্রকৌশলী অপু দে, ফ্লাটওয়াল প্রকল্পের ঠিকাদার মোঃ মনিরুজ্জামান, হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুল কবির, মোস্তফা গ্রুপ এর ডিজিএম মোঃ আল মামুন। হুইপ মোস্তফা পেপার মিল পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।