সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

নবান্ন @ শিরীণ আক্তার

নবান্ন
@ শিরীণ আক্তার

হেমন্তেরই হিম বাতাস
পাকা ধানের দুলছে শিষ,
এদিক ওদিক নাড়ছে মাথা
বাঁশীর সুরে কইছে কথা।
গাছের ডালে ফিঙের বাড়ি
গান ধরেছে জারি সারি,
কুয়াশা মাখা ভোর সকালে
শিশির ঝরে ঘাসের কোলে।
কাস্তে হাতে কৃষক ভাই
মাথায় নিয়ে ধানের চাঁই,
ধান মাড়িয়ে করবে চাল
মা বানাবে পিঠের তাল।
ঝুলছে দেখো গাছির হাঁড়ি
খেজুর রসের গন্ধ ছাড়ি,
অঘ্রাণের মাসটা জুড়ে
পায়েস হবে খেজুর গুড়ে।
ভাপা, চিতই, ক্ষীরসাপুলি
আরো আছে দুধেরকুলি,
নবান্নতে জমবে মেলা
দলবেঁধে সব করবে খেলা।
মাটির পুতুল শখের হাঁড়ি
মা কিনবে তাঁতের শাড়ি,
নাইওর হবে মেয়ে জামাই
বাবা খুঁজবে মন্ডা মিঠাই।
নয়া চালের ভাতের সাথে
মাছের মুড়ো পড়বে পাতে,
সবখানেতে খুশীর ঢল
নাচছে তাই ছেলের দল।

আরও পড়ুন