বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠ বুয়েন্স আইরেসে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে মেসির আর্জেন্টিনা। পুরো শক্তির দল নিয়েই এদিন মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। বল দখলে পিছিয়ে থাকলেও আর্জেন্টিনার চোখে চোখ রেখে লড়াই করে উরুগুয়ে। প্রথমার্ধের ৪১ মিনিটে ম্যাক্সি আরাউজোর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। মলিনার সঙ্গে বল দখলের লড়াইয়ে জিতে সুযোগ তৈরি করেন ভিনা। ক্ষিপ্র গতিতে ছুটে পেনাল্টি বক্সে বলের যোগান দেন আরাউজোকে। দেরি না করে দলকে এগিয়ে দেন তিনি।

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট মারে মেসিরা, যার তিনটি ছিল লক্ষ্যে। কিন্তু কাজের কাজ হয়নি। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন দারউইন নুনেজ। নিজেদের অর্ধে মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে যান দে লা ক্রুজ। রিভার প্লেট তারকা ওটামেন্ডি ও রোমেরোকে ফাঁকি দিয়ে পাস বাড়ান নুনেজের দিকে। এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন লিভারপুল তারকা।

সেখানে থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লিওনেল স্কালোনির দল। ফলে কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল আর্জেন্টিনা।

বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথম হারলেও আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। এই জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইতে দুইয়ে থাকল উরুগুয়ে।

আরও পড়ুন